শুক্রবার , জানুয়ারি ৩ ২০২৫
নীড় পাতা / জাতীয় / নবায়নযোগ্য জ্বালানি থেকে ৪০ ভাগ বিদ্যুত নেয়ার পরিকল্পনা

নবায়নযোগ্য জ্বালানি থেকে ৪০ ভাগ বিদ্যুত নেয়ার পরিকল্পনা

নিউজ ডেস্ক:
বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সমন্বিত মাস্টার প্ল্যানে নবায়নযোগ্য জ্বালানি ও তার সঞ্চালনব্যবস্থা সন্নিবেশন ঘটবে। ২০৪১ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে ৪০ ভাগ বিদ্যুত নেয়ার পরিকল্পনা রয়েছে। আমাদের চ্যালেঞ্জ হলো সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ করা। সঞ্চালন ও বিতরণব্যবস্থা আধুনিক করার প্রক্রিয়া চলমান রয়েছে।

শনিবার রাজধানীর একটি হোটেলে ‘সঞ্চালন পরিকল্পনা ও পিজিসিবি’র জন্য প্রকল্প সমীক্ষা’ শীর্ষক চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, বিতরণব্যবস্থার উন্নয়নে নানাবিধ প্রকল্প হাতে নেয়া হয়েছে। নবায়নযোগ্য জ্বালানি, কয়লাভিত্তিক বিদ্যুত, পরমাণু বিদ্যুত, তেলের বিদ্যুত বা গ্যাসের বিদ্যুত প্রবাহের জন্য সঞ্চালনে অটোমেটিক ফ্রিকোয়েন্সি কন্ট্রোল থাকা অপরিহার্য। প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের ফুয়েল মিক্সে নতুন নতুন সংযোজন আসছে।

আরও দেখুন

লালপুরে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর  

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ৫টি অবৈধ ইটভাটাকে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় ভাটা …