মঙ্গলবার , নভেম্বর ৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নবাবগঞ্জে ব্যতিক্রমী ফুটবল টুর্নামেন্টের আয়োজন

নবাবগঞ্জে ব্যতিক্রমী ফুটবল টুর্নামেন্টের আয়োজন

নিজস্ব প্রতিবেদক, হিলি
পেশাদার খেলোয়াড় কেউ নয়। সকলে ব্যবসায়ী। তবুও জার্সি গায়ে, পায়ে বুট পরে পেশাদার খেলোয়াড়দের মত বিপুল উৎসাহ নিয়ে সুর্যদয়ের সাথে সাথে মাঠে নামেন খেলোয়াড়রা। ব্যবসায়ীদের নিয়ে দিনাজপুরের নবাবগঞ্জে এমন ব্যতিক্রমী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে নবাবগঞ্জ কেন্দ্রিয় ব্যবসায়ী সমিতি। আয়োজকরা জানান- ব্যবসায়ীদের বিনোদন ও শারীরিক সুস্থ্যতার জন্য আয়োজন করা হয়েছে।
নবাবগঞ্জ উপজেলা সদরে অবস্থিত ব্যবসায়ীদের ক্যাটাগরি অনুযায়ী ১৬টি দল অংশ নিবে এই টুর্নামেন্টে।

শুক্রবার সকাল ৭ টায় নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধন করা হয়। নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) সামসুল আলম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক হাফিজুর রহমান, জিয়াউর রহমান মানিক, সানোয়ার হোসেন প্রমুখ এ খেলার উদ্বোধন করেন।
আয়োজক, নবাবগঞ্জ বনিক সমিতির সাধারন সম্পাদক মাহাবুব আলম জানান, ব্যক্তিক্রমী এ খেলা উপভোগ করতে বিপুল উৎসাহ নিয়ে মাঠে আসেন শত শত দর্শক। শুক্রবার ছুটির দিন অলস সময় কাটানোর চেয়ে ব্যবসায়ীদের বিনোদন ও শারীরিক সুস্থ্যতার জন্য আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী খেলায় কাঠফার্নিচার ব্যবসায়ী দল ২-১ গোলে মুদি ব্যবসায়ী দলকে পরাজিত করে।

আরও দেখুন

সিংড়ায় যৌথবাহিনীর ব্যাপক তল্লাশি

নিজস্ব প্রতিবেদক,,,,,,, সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় যৌথবাহিনী। এসময় তাদের মোটরসাইকেল, প্রাইভেটকার, কাভার্ড …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *