সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা 

নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা 

নিজস্ব প্রতিবেদক,নন্দীগ্রাম (বগুড়া):

শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষে নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নন্দীগ্রাম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আক্তারের সভাপতিত্বে এ সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। 

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার নাছরিন সুলতানা লোপা, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শরীফুল ইসলাম, সহকারী শিক্ষক ফজর আলী লিটন, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক নুরুল ইসলাম প্রমুখ। 

অনুষ্ঠানটি পরিচালনা করেন নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী  কলেজের প্রভাষক রাব্বী হোসাইন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …