সোমবার , নভেম্বর ১৮ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রাম শহরে মশক নিধন কার্যক্রম উদ্বোধন 

নন্দীগ্রাম শহরে মশক নিধন কার্যক্রম উদ্বোধন 

নিজস্ব প্রতিবেদক: নন্দীগ্রাম (বগুড়া) বগুড়ার নন্দীগ্রাম শহরে মশক নিধন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সোমবার (৮ জুলাই) বিকেলে নন্দীগ্রাম পৌরসভার উদ্যোগে রাজস্ব তহবিলের অর্থায়নে এ কার্যক্রম উদ্বোধন করেন নন্দীগ্রাম উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা। 

সেসময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, নন্দীগ্রাম পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ, কাউন্সিলর সাইদুল ইসলাম মিলন ও আবু সাঈদ মিলন প্রমুখ।

নন্দীগ্রাম পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান জানান, নন্দীগ্রাম পৌরসভার ৯টি ওয়ার্ডের জনগণকে মশার কবল থেকে রক্ষা করতে ফগার মেশিনদ্বারা মেডিসিন স্প্রে করে ডেঙ্গুসহ বিভিন্ন প্রজাতির মশা নিধন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর সুফল নিশ্চয় জনগণ পাবে। এ ছাড়াও নন্দীগ্রাম শহরে সবধরনের উন্নয়ন ও সেবামূলক কাজ অব্যাহত রয়েছে।

আরও দেখুন

জনগণের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের সজাগ ও সর্তক থাকতে হবে- দুলু

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন …