রবিবার , নভেম্বর ১৭ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনে যারা নির্বাচিত

নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনে যারা নির্বাচিত

নাজমুল হুদা, নন্দীগ্রাম (বগুড়া):
বগুড়ার নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী আনিছুর রহমান ৭ হাজার ৬শ’ ৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন। ৩০ জানুয়ারি নন্দীগ্রাম পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়।

নন্দীগ্রাম পৌরসভার ৯ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন ১নং ওয়ার্ডে সাইদুল ইসলাম মিলন, ২নং ওয়ার্ডে আকরাম হোসেন, ৩নং ওয়ার্ডে জুলফিকার আলী, ৪নং ওয়ার্ডে শাহিরুল ইসলাম, ৫নং ওয়ার্ডে সাইফুল ইসলাম, ৬নং ওয়ার্ডে আখতারুজ্জামান উজ্জ্বল, ৭নং ওয়ার্ডে খোরশেদ আলম, ৮নং ওয়ার্ডে রফিকুল ইসলাম অপু ও ৯নং ওয়ার্ডে আবু সাঈদ মিলন। ৩ সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর পদে নির্বাচিত হন ১নং সংরক্ষিত মহিলা আসনে সেলিনা বেগম, ২নং সংরক্ষিত মহিলা আসনে নুরুন্নাহার মিষ্টি ও ৩নং সংরক্ষিত মহিলা আসনে ববিতা বেগম।

এ নির্বাচনে শতকরা ৮৬.৫৭ ভাগ ভোট প্রয়োগ হয়েছে। মোট ১৩ হাজার ৮শ’ ৩ জন ভোটার ভোট প্রয়োগ করেছে। এরমধ্যে ৩শ’ ১২ ভোট বাতিল হয়। ৩০ জানুয়ারি রাতে রিটানিং অফিসার নজরুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।

আরও দেখুন

তারেক রহমানের ইতিবাচক রাজনীতি আশার সঞ্চার করছে:দুলু

নিজস্ব প্রতিবেদক,,,,,,,বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,গতানুগতিক রাজনীতির বাইরে তারেক …