নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান ২০২২-২০২৩ অর্থবছরের ১৪ কোটি ৩ লাখ ৯৬ হাজার ৫ শত টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন। বৃহস্পতিবার (৩০ জুন) দুপুর ১২ টায় নন্দীগ্রাম পৌরসভা হলরুমে তিনি এ বাজেট ঘোষণা করেন। নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমানের সভাপতিত্বে ও পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল বাতেনের সঞ্চালনায় এ বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি বকুল হোসেন, নন্দীগ্রাম শিল্প ও বণিক সমিতির সভাপতি একেএম ফজলুল হক। নন্দীগ্রাম পৌরসভার প্যানেল মেয়র সাইফুল ইসলাম, কাউন্সিলর আবু সাঈদ মিলন, হিসাব রক্ষক আবু হাসান সবুজ ও মাও. জাহিদুল ইসলাম সরকার প্রমুখ।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …