রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রাম থানার নয়া অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন

নন্দীগ্রাম থানার নয়া অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন

নিজস্ব প্রতিবেদেক, নন্দীগ্রাম (বগুড়া) : বগুড়ার নন্দীগ্রাম থানার নয়া অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসাইন যোগদান করেছেন। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এক আদেশে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) অনোয়ার হোসেনকে সিআইডি হেডকোয়ার্টার্সে বদলি করে দেন। 

অপরদিকে আরেক আদেশে বগুড়ার শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজমগীর হোসাইনকে নন্দীগ্রাম থানায় বদলি করে দেয়। এরপর শনিবার (১১ নভেম্বর) বিকেলে তিনি বিদায়ী অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনের নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন। সেসময় থানার অফিসার-কনস্টেবলরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। 

নবাগত অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন বলেন, সবার সহযোগিতায় নন্দীগ্রাম উপজেলার সবধরনের অপরাধ দমন করতে চাই। আশা করি সবার সহযোগিতা পাবো ইনশাআল্লাহ।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …