রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রাম উপজেলা ভূমি অফিস হতে বেলঘরিয়া সড়ক সম্প্রসারণ কাজ উদ্বোধন 

নন্দীগ্রাম উপজেলা ভূমি অফিস হতে বেলঘরিয়া সড়ক সম্প্রসারণ কাজ উদ্বোধন 

নিজস্ব প্রতিবেদক:

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা ভূমি অফিস হতে বেলঘরিয়া সড়ক সম্প্রসারণ কাজ উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে এ সড়ক সম্প্রসারণ কাজ উদ্বোধন করেন নন্দীগ্রাম পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান। সেসময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম পৌরসভার প্যানেল মেয়র সাইফুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ, নির্বাহী প্রকৌশলী আবু রায়হান, কাউন্সিলর রফিকুল ইসলাম অপু, আবু সাঈদ মিলন ও উপসহকারী প্রকৌশলী অসিম কুমার সরকার প্রমুখ। 

নন্দীগ্রাম পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান জানান, ১ কোটি ২২ লাখ ১০ হাজার টাকা ব্যয়ে ১৮২০ মিটার এই সড়ক সম্প্রসারণ কাজ ২টি ঠিকাদারী প্রতিষ্ঠান পৃথক পৃথকভাবে করছে। 

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …