রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতির পিতার ইন্তেকাল

নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতির পিতার ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম (বগুড়া):
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমানের পিতা মনির উদ্দিন (৯৩) ইন্তেকাল করেছেন (ইন্না….রাজিউন)। গত ৩০ জানুয়ারি রাত ১১ টায় বার্ধক্যজনিত কারণে তিনি রিধইল গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি ছেলে-মেয়েসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। ৩১ জানুয়ারি বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

তার মৃত্যুতে নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, সহ-সভাপতি মিনহাজুর রহমান হাবিব, একাব্বর হোসেন সরকার পুটু, সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান মুনির, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেনজির, দপ্তর সম্পাদক অদ্বৈত কুমার আকাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিল্লুর রহমান রয়েল, অর্থ সম্পাদক জোবায়ের হোসেন রানা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাব্বির হোসেন খান, সাহিত্য ও পাঠাগার সম্পাদক টিপু সুলতান, কার্যনির্বাহী সদস্য তাছলিমা আজম, কামরুল হাসান, আমিনুল ইসলাম শাহীন ও অসিম কুমার রায় গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …