রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহর সহধর্মিণীর ১ম মৃত্যুবার্ষিকী পালিত 

নন্দীগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহর সহধর্মিণীর ১ম মৃত্যুবার্ষিকী পালিত 

নিজস্ব প্রতিবেদক,নন্দীগ্রাম (বগুড়া) :

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহর সহধর্মিণী ফাতেমা জোহরার ১ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। 

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) তার ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের চৌদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরে বাদ জোহর সেখানে মজলিশে খাবারের আয়োজন করা হয়। 

এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবির, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা গামা, তীর্থ সলিল রুদ্র ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ। 

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …