রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মজনুর গণসংযোগ

নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মজনুর গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক,নন্দীগ্রাম (বগুড়া):

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী আওয়ামী লীগ নেতা ও বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক নজিবুল্লাহ মজনু ব্যাপকভাবে গণসংযোগ করছেন। প্রায় প্রতিদিন তিনি তার সহধর্মিণী হাছনা আক্তারকে সাথে উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। 

সোমবার (৫ ফেব্রুয়ারি) উপজেলার বুড়ইল ইউনিয়নের কহুলী, ভদ্রদিঘী, কদমকুড়ি, ধুন্দার ও দাসগ্রাম বাজারে গণসংযোগ করে দোয়া ও রায় প্রত্যাশা করেন। 

নজিবুল্লাহ মজনু বলেন, নন্দীগ্রাম উপজেলাবাসীর আপদে-বিপদে পাশে আছি এবং আগামীদিনেও থাকতে চাই। তাই জনগণের সমর্থন নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাই। এজন্যই দোয়া ও রায় প্রত্যাশা করছি। 

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …