নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম (বগুড়া):
বগুড়ার নন্দীগ্রামে পরিবেশ ও বন উন্নয়ন কমিটির কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জুন) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু, উপজেলা প্রকৌশলী শা-রিদ শাহনেওয়াজ, সামাজিক বন বিভাগ বগুড়া সদর রেঞ্জ কর্মকর্তা একেএম রেজাউল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অ. দা.) আব্দুল জব্বার,
নন্দীগ্রাম ইউপি চেয়ারম্যান রেজাউল করিম কামাল, ভাটগ্রাম ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম, সামাজিক বন বিভাগ নন্দীগ্রাম উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা প্রমুখ।
উক্ত সভায় নতুন বাগান সৃজন, অবৈধ করাত কল বন্ধ/উচ্ছেদসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।