সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও তার পরিবারবর্গের সম্মানে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও তার পরিবারবর্গের সম্মানে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত ও তার পরিবারবর্গের সম্মানে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৯ আগস্ট) দুপুরে নন্দীগ্রাম অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও নন্দীগ্রাম অফিসার্স ক্লাবের সভাপতি শিফা নুসরাতের সভাপতিত্বে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু, সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাকিবুর রহমান, উপজেলা প্রকৌশলী শা-রিদ শাহনেওয়াজ, থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, ভাটরা ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী প্রমুখ। 

উল্লেখ, উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের বদলি জনিত উক্ত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। 

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …