শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যানকে হামলার ঘটনায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যানকে হামলার ঘটনায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহকে হামলার ঘটনায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, ২৯ আগস্ট শনিবার দুপুর সাড়ে ১১ টার দিকে উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ডে একটি চায়ের দোকানে চা খেয়ে লোকজনের সাথে কথা বলেছিল উপজেলা চেয়ারম্যান। সে সময় ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী ফোক্কার তার লোকজন নিয়ে পরিকল্পিতভাবে চেয়ারম্যানের সাথে কথা কাটাকাটি শুরু করে। কথাকাটাকাটির এক পর্যায়ে তারা উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহকে হামলা করে। এ বিষয়ে নন্দীগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

হামলার প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন দলীয় কার্যালয় হতে বিকেল সাড়ে ৩ টায় একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, উপজেলা যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম শেখ, সাংগঠনিক সম্পাদক স্বপন চন্দ্র মহন্ত, ২নং নন্দীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা সোহাগ, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসলাম ফকির, উপজেলা যুবলীগের সহ-সভাপতি এম আর জামান রাসেল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন প্রমুখ। সমাবেশে বক্তারা অবিলম্বে দোষী ব্যাক্তিকে গ্রেফতারের দাবী জানায়।

আরও দেখুন

নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …