মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে জিন্নাহর ফরম উত্তোলন

নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে জিন্নাহর ফরম উত্তোলন

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ ফরম উত্তোলন করেছে। রবিবার (১৬ জানুয়ারি) দুপুর ১২ টায় দলীয় কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শফিউল আলম ছবির নিকট থেকে রেজাউল আশরাফ জিন্নাহর পক্ষে ফরম উত্তোলন করেন উপজেলা যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম শেখ, সাংগঠনিক সম্পাদক স্বপন চন্দ্র মহন্ত, উপজেলা যুবলীগের সহসভাপতি এমআর জামান রাসেল, উপজেলা কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলাম ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ প্রমুখ। রেজাউল আশরাফ জিন্নাহ উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা যুবলীগের সহসভাপতি পদে ছিলেন। তার পিতা ডা. শফিউল আলম বুলু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি পদে ছিলেন।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …