নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে তফসিল ঘোষণা করা হয়েছে। বুধবার (১২ জানুয়ারি) দুপুর ১২ টায় দলীয় কার্যালয়ে এ তফসিল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিউল আলম ছবি।
তফসিল অনুযায়ী ফরম উত্তোলন ১৬ ও ১৭ জানুয়ারি, ফরম জমাদান ১৮ জানুয়ারি ও প্রার্থীতা প্রত্যাহারের দিন ১৯ জানুয়ারি। সভাপতি প্রার্থীর ফরমের মূল্য ৫ হাজার টাকা ও সাধারণ সম্পাদক প্রার্থীর ফরমের মূল্যও ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ২৩ জানুয়ারি উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের দিনক্ষণ নির্ধারণ করা হয়। সেসময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক ও বকুল হোসেন।
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে তফসিল ঘোষণা
আরও দেখুন
সিংড়ার শুকাশ ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,বাংলাদেশ জামায়াতে ইসলামী সিংড়া উপজেলার শুকাশ ইউনিয়নে সেটআপ প্রোগ্রাম (কমিটি গঠন) সম্পন্ন হয়েছে। …