মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে তফসিল ঘোষণা

নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে তফসিল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে তফসিল ঘোষণা করা হয়েছে। বুধবার (১২ জানুয়ারি) দুপুর ১২ টায় দলীয় কার্যালয়ে এ তফসিল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিউল আলম ছবি।

তফসিল অনুযায়ী ফরম উত্তোলন ১৬ ও ১৭ জানুয়ারি, ফরম জমাদান ১৮ জানুয়ারি ও প্রার্থীতা প্রত্যাহারের দিন ১৯ জানুয়ারি। সভাপতি প্রার্থীর ফরমের মূল্য ৫ হাজার টাকা ও সাধারণ সম্পাদক প্রার্থীর ফরমের মূল্যও ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ২৩ জানুয়ারি উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের দিনক্ষণ নির্ধারণ করা হয়। সেসময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক ও বকুল হোসেন।

আরও দেখুন

সিংড়ার শুকাশ ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,বাংলাদেশ জামায়াতে ইসলামী সিংড়া উপজেলার শুকাশ ইউনিয়নে সেটআপ প্রোগ্রাম (কমিটি গঠন) সম্পন্ন হয়েছে। …