বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক আটক

নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক আটক


নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম (বগুড়া):
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক আনিছুর রহমান আটক হয়েছে। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলামের নির্দেশনায় থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রশিদ সরকার, এসআই চাঁন মিয়া ও এএসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে ১৯ মে দুপুরে উপজেলার শিমলা গ্রাম থেকে উপজেলা আওয়ামী লীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক আনিছুর রহমানকে ওয়ারেন্টমূলে আটক করে। পরে থানা পুলিশ তাকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।

আনিছুর রহমান উপজেলার শিমলা গ্রামের মৃত মনসুর রহমান মাষ্টারের ছেলে। সে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি চাল কেলেঙ্কারি মামলার ধার্য তারিখে আদালতে হাজির না হওয়ায় তার নামে ওয়ারেন্ট হয়। সেই ওয়ারেন্টমূলে তাকে থানা পুলিশ আটক করে। থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …