রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রাম উপজেলার জনগণের কল্যাণে নিরলস ভাবে কাজ করছে ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত

নন্দীগ্রাম উপজেলার জনগণের কল্যাণে নিরলস ভাবে কাজ করছে ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে আসছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত। ৮০ দশকে তিনি ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। ১৯৯১ সাল থেকে দুলাল চন্দ্র মহন্ত উপজেলা যুবলীগের নেতৃত্বে রয়েছেন। তিনি উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক হিসেবে উপজেলা যুবলীগের রাজনীতিতে সক্রিয় হন। এরপর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক, উপজেলা যুবলীগের ২ বার সাধারণ সম্পাদক ও ২ বার সভাপতি নির্বাচিত হন দুলাল চন্দ্র মহন্ত।

রাজনীতির ক্রান্তিকালেও তার গুরুত্বপূর্ণ ভুমিকা ছিলো। কখনো রাজনীতিতে তার পিছুটান নেই। সৎ-সাহসী নেতৃত্বই তাকে এগিয়ে নিয়ে আসে। গত উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে দুলাল চন্দ্র মহন্ত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। এলাকার সাধারণ মানুষের আপদে-বিপদে পাশে থাকেন এই যুবনেতা। যে কারণে জনগণ তাকে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করে। তারপর থেকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের দায়িত্বপালনের পাশাপাশি উপজেলা যুবলীগের নেতৃত্বও সমান তালে চালিয়ে আসছেন তিনি। দিনরাত সবসময় পরিশ্রম করেন দুলাল চন্দ্র মহন্ত।

উপজেলার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে তিনি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছেন। উপজেলার রাস্তাঘাট, ধর্মীয়প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন উন্নয়ন ও সেবামুলক কাজে বিশেষ অবদান রাখছেন তিনি। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্তের সাথে কথা বললে তিনি বলেন, আমার সাধ্যমতো উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের পাশাপাশি জনগণের কল্যাণে কাজ করার প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আমার মূলশক্তি হচ্ছে জনগণ। তাই জনগণের ডাকে যেকোনো সময় সাড়া দিয়ে থাকি। জনগণ আমাকে ভালোবেসে বিপুল ভোটে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছে এ জন্য আমি চিরকৃতজ্ঞ। এ কথা আমি সবসময় মাথায় রাখি। আমি নন্দীগ্রাম উপজেলার জনগণের আপদে-বিপদে পাশে আছি এবং আগামী দিনেও থাকবো।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …