নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রামঃ
দেশব্যাপী করোনা পরিস্থিতি বিবেচনায় বগুড়ার নন্দীগ্রামে উপজেলায় ৯০০ জন ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার দিলেন, জেলা পরিষদের সদস্য, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও উপজেলা ত্রাণ কমিটির সদস্য সচিব আনোয়ার হোসেন রানা।
১৬ই মে নন্দীগ্রাম মহিলা ডিগ্রী কলেজ মাঠে ১টি পৌরসভা ও উপজেলার ৫ টি ইউনিয়নের ৪৫০ টি মসজিদের ১জন ইমাম ও ১জন মুয়াজ্জিনদের মাঝে এ ঈদ উপহার দেয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে লাচ্ছা, সেমাই, চাল, তেল, চিনি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শফিউল আলম ছবি, মখলেছুর রহমান মিন্টু, মুকুল হোসেন, মুক্তার হোসেন, তীর্থ সলিল রুদ্র, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সরফুল হক উজ্জল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, পৌর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, উপজেলা তাঁতী লীগের সভাপতি আবু নোমান, ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক আল নোমান নাদিম, আবু তৌহিদ রাজীব, পৌর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান, ছাত্রলীগ নেতা সজিব আহসান, আল-জাহিদ ও রাব্বী হাসান প্রমুখ।
আরও দেখুন
নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের
নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …