নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে ৭টি খড়ের পালায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে উপজেলার ২নং নন্দীগ্রাম ইউনিয়নের পাটগাড়ী গ্রামে। জানা গেছে, ২৭ জানুয়ারি দিবাগত রাত আনুমানিক ১২ টায় পাটগাড়ী গ্রামের খয়বর আলী ভুট্টোর ৪টি, জমশেদ আলীর ১টি ও ফরিদ উদ্দিনের ২টি খড়ের পালায় দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। এ অগ্নিসংযোগের ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দমকল বাহিনী সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার সন্দেহে ওই গ্রমের বাদশা মিয়া নামে একজনকে স্থানীয়রা আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ করেছে। ৭টি খড়ের পালায় অগ্নিসংযোগের ঘটনায় আনুমানিক দেড় লাখ টাকার খড় ক্ষতিসাধন হয়েছে বলে স্থানীয়রা জানায়।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম জানান, বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও দেখুন
নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …