মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে ৫ জুয়াড়ি গ্রেপ্তার

নন্দীগ্রামে ৫ জুয়াড়ি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম (বগুড়া):
বগুড়ার নন্দীগ্রামে ৫ জুয়াড়ি গ্রেপ্তার হয়েছে। থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের নির্দেশনায় থানার এসআই নুর আলম ও এএসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার (২৯ জুলাই) দিবাগত রাতে উপজেলার ছোট ডেরাহার গ্রামে জুয়াখেলার সময় ছোট ডেরাহার গ্রামের তমেজ উদ্দিনের ছেলে জাকারিয়া হোসেন (৩৫), আবু তাহেরের ছেলে মোয়াজ্জেম হোসেন (৪৫), আজিমুদ্দিনের ছেলে হেলাল উদ্দিন (৩৫), আহসান হাবিবের ছেলে রিপন হোসেন (২০) ও তানসেন আলীর ছেলে তছলিম উদ্দিন (৩২) কে গ্রেপ্তার করে।

সেখান থেকে নগদ ১০ হাজার ৪৮০ টাকাসহ জুয়াখেলার সরঞ্জামাদি উদ্ধার করে থানা পুলিশ। এ বিষয়ে থানায় জুয়া আইনে ৬ জনের নামে একটি মামলা হয়েছে। এক আসামি পলাতক রয়েছে। শুক্রবার (৩০ জুলাই) থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করে। থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এতথ্য নিশ্চিত করেন।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …