নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে ৫৩তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী ৫৩তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলামের সভাপতিত্বে ও বান্দিরপুকুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক (শারিরীক শিক্ষা) রুহুল আমিন রানার সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নাছরিন সুলতানা, নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শরীফুল ইসলাম ও পাঠান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ প্রমুখ।
উল্লেখ্য, উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় নন্দীগ্রাম উপজেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।