শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে ৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নন্দীগ্রামে ৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
করোনা পরিস্থিতিতে বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার উদ্যোগে ৯ টি ওয়ার্ডে ৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

গত সোমবার (৫ জুলাই) সকাল ৯ টায় নন্দীগ্রাম পৌরসভা চত্বরে এ খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান। নন্দীগ্রাম পৌরসভার রাজস্ব তহবিল হতে ক্রয়কৃত খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল ও আলু।

নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান জানান, সরকার ঘোষিত লকডাউন সফল করতে নন্দীগ্রাম পৌর এলাকার দিনমজুর, হতদরিদ্র ও মধ্যবৃত্তসহ সকল মানুষ ঘরে বসে সরকারি নির্দেশনা মেনে চলছে। এ সকল মানুষের প্রতিদিনের আয় দিয়ে সংসার চালাতে হয়। এ বিষয় বিবেচনা করে ৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …