নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
করোনা ভাইরাস সংক্রমণরোধে লকডাউন চলাকালে বিধিনিষেধ অমান্য করে বগুড়া-নাটোর মহাসড়কে গণপরিবহন চলাচল করায় জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার উপজেলার কুন্দারহাট হাইওয়ে থানার সামনে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ৩টি যাত্রীবাহী বাস ও ১টি যাত্রীবাহী ট্রাক আটক করে জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত। পরে যাত্রী নামিয়ে বাস-ট্রাক ছেড়ে দেয়া হয়। কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানিয়েছেন, লকডাউন চলাকালে যাত্রীবহন করায় ৩টি বাসের ৫০০ টাকা করে ও ১টি ট্রাকের ১০০০ টাকা জরিমানা করা হয়।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …