নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখার দায়ে ৩ হোটেল মালিকের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৯ শে সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত নন্দীগ্রাম পুরাতন বাজারের হোটেল মালিক আব্দুল আজিজ খন্দকারকে ১ হাজার, হোটেল মালিক আবুল কালাম আজাদকে ৫শ’ ও হোটেল মালিক আব্দুল হাকিমকে ৫শ’ টাকা জরিমানা করে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ হোটেল মালিককে জরিমানা করা হয়েছে। সেই সাথে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখতে নিষেধ করা হয়েছে। হোটেল ও খাবার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন থানার এসআই সুবোধ চন্দ্র রায়। অভিযোগ রয়েছে নন্দীগ্রাম পুরাতন বাজারের হোটেল গুলো অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রেখে তা বিক্রয় করে থাকে। এ কারণেই ভ্রাম্যমাণ আদালত ৩ হোটেল মালিককে জরিমানা করে।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …