রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নন্দীগ্রামে ৩ মাদকসেবী গ্রেপ্তার

নন্দীগ্রামে ৩ মাদকসেবী গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম (বগুড়া):
বগুড়ার নন্দীগ্রামে ৩ মাদকসেবীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। জানা গেছে, শুক্রবার (৬ আগস্ট) দিবাগত রাতে উপজেলার রণবাঘা বাজারে রণবাঘা গ্রামের গণেশ চন্দ্র চৌধুরীর ছেলে রাজিব চন্দ্র চৌধুরী (৩৩), সহাদেব চন্দ্র কর্মকারের ছেলে গোপাল চন্দ্র কর্মকার (৩২) ও নাটোরের সিংড়া উপজেলা আধখোলা গ্রামের ইব্রাহীম আলীর ছেলে মামুনুর রশিদ (৩৫) মাদকদ্রব্য সেবন করে মাতলামি করছিলো। এ খবর জানতে পেয়ে থানার এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ওই ৩ জনকে সেখান থেকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

এরপূর্বে বেলা দেড়টায় থানার এসআই রেজাউল করিম ও এসআই তারিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ ইদ্রিস আলী (৪২) নামে ১ জনকে গ্রেপ্তার করে। সে উপজেলার বুড়ইল ইউনিয়নের তেঘরী গ্রামের উজির উদ্দিনের ছেলে। তাঁর বিরুদ্ধেও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।

থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …