রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে ৩ দিনব্যাপী স্থানীয় সরকার উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠিত

নন্দীগ্রামে ৩ দিনব্যাপী স্থানীয় সরকার উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,নন্দীগ্রাম:

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা প্রশাসনের আয়োজনে ৩ দিনব্যাপী স্থানীয় সরকার উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী শা-রিদ শাহনেওয়াজ এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন। 

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা প্রমুখ। পরে স্থানীয় সরকার উন্নয়ন মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …