রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে ৩ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক

নন্দীগ্রামে ৩ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রামঃ

বগুড়ার নন্দীগ্রামে ৩ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। ২৯শে মে ভোরে এসআই সুবধ চন্দ্র সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার রণবাঘা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা ও তাদের বহনকৃত একটি পালসার মোটরসাইকেলসহ ওই ৩ জনকে আটক করে।

আটককৃতরা হলেন- নাটোর সদর উপজেলার বকুল নগর গ্রামের হোসেন আলীর ছেলে মামুন হোসেন (৩০), অব্দুল কুদ্দুসের ছেলে সবুজ হোসেন (৩২), চক আমহাটি গ্রামের হামিদ আলীর ছেলে হাবিব আলী (২৩)।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ শওকত কবির জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের ২৯ শে মে বিকালে বগুড়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …