সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নন্দীগ্রামে ২ মাদক কারবারিসহ ৪ জন গ্রেফতার

নন্দীগ্রামে ২ মাদক কারবারিসহ ৪ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে ২ মাদক কারবারিসহ ৪ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় থানা পুলিশ উপজেলার হাটকড়ই বাজার থেকে দামগাড়া গ্রামের মৃত নাছির উদ্দিনের ছেলে নূরমোহাম্মদ আক্কাস (৩২) কে ৩০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। অপরদিকে রাত ১১ টা ৫০ মিনিটে থানা পুলিশ উপজেলার নিশিন্দারা গ্রামের মকছেদ আলীর ছেলে জয়নাল আবেদিন (৩৮) কে গাঁজা সেবনকালে গ্রেফতার করেন। এদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা দায়ের হয়েছে।

একই রাতে থানার ইন্সপেক্টর (তদন্ত) আশরাফুল আলম ও এসআই চাঁন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে নিয়মিত মামলার ২ আসামিকে গ্রেফতার করে। শনিবার (২৭ নভেম্বর) থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে। থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …