সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে ২ মাদককারবারিসহ ৩ জন গ্রেপ্তার

নন্দীগ্রামে ২ মাদককারবারিসহ ৩ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে ২ মাদককারবারিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক শাহারুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার দিবাগত রাতে উপজেলার ভাটরা ইউনিয়নের শেখের মারিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের বাড়িতে অভিযান চালিয়ে ২৫ গ্রাম গাঁজাসহ তাঁর স্ত্রী জাকিয়া সুলতানা (৩২) ও নওগাঁ জেলার আত্রাই উপজেলার কোচা মারিয়া গ্রামের আলতাব হোসেনের ছেলে আলমগীর হোসেন (২২) কে গ্রেপ্তার করে। এদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

অপরদিকে থানার রউপপরিদর্শক রেজাউল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ধান চুরি মামলায় উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ভাটগ্রামের আব্দুল হান্নানের স্ত্রী শাহারা বানু (৫০) কে গ্রেপ্তার করে। সেসময় চুরি যাওয়া ধান ও ধান বহনকারী একটি ব্যাটারীচালিত চার্জারভ্যান উদ্ধার করেছে পুলিশ। থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …