শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে ২ চাল ব্যবসায়ীর জরিমানা

নন্দীগ্রামে ২ চাল ব্যবসায়ীর জরিমানা

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনে বগুড়ার নন্দীগ্রামে ২ চাল ব্যবসায়ীর জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ২১শে অক্টোবর বিকেল সাড়ে ৫ টায় নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আখতারের ভ্রাম্যমাণ আদালত পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনে উপজেলার কুন্দারহাটের চাল ব্যবসায়ী রফিকুল ইসলামকে ৩ হাজার টাকা ও আশরাফ আলীকে ১০ হাজার টাকা জরিমানা করে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আখতার জানিয়েছেন, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন অমান্য করায় তাদেরকে জরিমানা করা হয়েছে। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন থানার এসআই তৌহিদুল ইসলাম।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …