সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে ১০ টাকা কেজি দরে চাল বিক্রয় উদ্বোধন

নন্দীগ্রামে ১০ টাকা কেজি দরে চাল বিক্রয় উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রামঃ

বগুড়ার নন্দীগ্রামে ১০ টাকা কেজি দরে চাল বিক্রয় উদ্বোধন করা হয়েছে। যাচাই-বাছাই শেষে নতুন করে শুরু হলো কর্মহীন মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত বিশেষ ওএমএস কার্যক্রম।

গত মঙ্গলবার নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে খোলাবাজারে কর্মহীন-গরীব মানুষের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিক্রয় উদ্বোধন করেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। নন্দীগ্রাম পৌরসভার ৯ টি ওয়ার্ডে ১ হাজার ৮শ’ জন উপকারভোগী এ সুবিধার আওতায় ১০ টাকা কেজি দরে মাসে ২০ কেজি চাল ক্রয় করতে পারবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কাশেম, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, মেয়র কামরুল হাসান জুয়েল, উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু ও নন্দীগ্রাম এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আরেফিন প্রমুখ।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …