শনিবার , ডিসেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে হিরো আলমের নির্বাচনী প্রচারণায় বাধা প্রদানের অভিযোগ

নন্দীগ্রামে হিরো আলমের নির্বাচনী প্রচারণায় বাধা প্রদানের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক,নন্দীগ্রাম (বগুড়া) :

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের নির্বাচনী প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ উঠেছে। এ ছাড়াও তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়া হয়েছে বলে জানান হিরো আলম। শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের মুরাদপুর বাজারে এ ঘটনা ঘটেছে।

হিরো আলম বলেন, আমরা মুরাদপুর বাজারে গণসংযোগ করতে গেলে নৌকার সমর্থকরা বাধা প্রদান করে। তারা বলেন এই বাজারে নৌকার প্রচার ছাড়া কোনো প্রার্থীকে গণসংযোগ করতে দেওয়া হবে না। এ কথা বলে ধাক্কা দিয়ে মোবাইল ছিনিয়ে নিয়েছে।

বগুড়া-৪ আসনে ১৪ দলীয় জোট মনোনীত প্রার্থী একেএম রেজাউল করিম তানসেনকে ফোন করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান বলেন, আমার জানামতে ওই ঘটনার সঙ্গে আওয়ামী লীগের কেউ জড়িত না। তারা এমপি প্রার্থী তানসেনের লোক হতে পারে।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন বলেন, সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়াছিলাম। তার অভিযোগ সঠিক নয়। এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।

আরও দেখুন

বড়াইগ্রামে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে আগুনে পুড়ে আলিজা খাতুন (১) নামের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার …