বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে হাসপাতালে পিপিই ও দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করলেন আ’লীগ নেতা রানা

নন্দীগ্রামে হাসপাতালে পিপিই ও দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করলেন আ’লীগ নেতা রানা

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রামঃ করোনাভাইরাস থেকে চিকিৎসক ও নার্সদের সুরক্ষায় বগুড়ার নন্দীগ্রামে হাসপাতালে পিপিই দিয়েছেন জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন রানা। ৪ঠা এপ্রিল সকালে বিজরুলস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও নার্সদের জন্য পিপিই প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল, আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, ৩নং ভাটরা ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী, আওয়ামী লীগ নেতা মুকুল হোসেন ও মিজানুর রহমান প্রমুখ।

পাশাপাশি পুলিশ ও সাংবাদিকরা করোনা ঝুঁকির মধ্যে কাজ করে থাকে, এজন্য তাদের সুরক্ষার জন্যেও পিপিই দেয়া হয়েছে। এ ছাড়া উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের শতাধিক দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, আলু তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। তিনি উপজেলার ৫ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় দেড় হাজার দরিদ্র পরিবারের মাঝে খাদ্রসামগ্রী বিতরণ করবেন।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …