রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেলো সাবেক সেনা সদস্যের

নন্দীগ্রামে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেলো সাবেক সেনা সদস্যের

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম (বগুড়া):

বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেলো সরোয়ার আলম (৫০) নামে এক সাবেক সেনা সদস্যের। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম উপজেলার রণবাঘা বাসস্ট্যান্ডের উত্তর পাশে শহীদ জোহা ফিলিং স্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে। সে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মধ্য রামচন্দ্রপুর গ্ৰামের মৃত শামসুল হুদার ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সরোয়ার আলম নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে নাটোর অভিমুখে যাওয়ার পথে দুপুরে উল্লেখিত স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। সেসময় স্থানীয়রা আহত অবস্থায় সরোয়ার আলমকে উদ্ধার করে নন্দীগ্রাম ২০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নন্দীগ্রাম থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেন। 

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …