নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম :
বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় ১ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫ টারদিকে বগুড়া-নাটোর মহাসড়কের কৈগাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত হয়েছে বগুড়ার শাজাহানপুর উপজেলার পান্ডারপাড়া গ্রামের হাসেন আলীর ছেলে বাবু মিয়া (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া-নাটোর মহাসড়কের প্রশস্তকরণের কাজ করছিলো ওই শ্রমিক। এমন সময় বগুড়া হতে নাটোরগামী আরএফএল কোম্পানির একটি কাভার্ড ভ্যান বাবু মিয়াকে ধাক্কা দেয়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়।
কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আনায়ারুল ইসলাম জানান, দুর্ঘটনায় নিহত শ্রমিক বাবু মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। অসতর্কভাবে সড়ক পারাপার হবার সময় এ দুর্ঘটনা কবলিত হয় বাবু মিয়া। এখন কাভার্ড ভ্যান ও চালক থানা হেফাজতে রয়েছে।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …