রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে স্বাস্থ্য কমপ্লেক্সে ফেসশিল্ড ও নিরাপদ চশমা প্রদান করলেন রানা

নন্দীগ্রামে স্বাস্থ্য কমপ্লেক্সে ফেসশিল্ড ও নিরাপদ চশমা প্রদান করলেন রানা

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম(বগুড়া)
বগুড়ার নন্দীগ্রামে করোনা মোকাবিলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তারদের মাঝে ফেসশিল্ড ও নিরাপদ চশমা প্রদান করেছেন বগুড়া জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা। ৫ই মে সকালে উপজেলার বিজরুলস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটনের হাতে ৫০ টি ফেসশিল্ড, ৫০টি নিরাপদ চশমা ও ৯টি পিপিই তুলে দেয়।

এ সময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, প্রভাষক আব্দুল বারী বারেক, আওয়ামী লীগ নেতা মুকুল হোসেন, মুক্তার হোসেন, লুৎফর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, পৌর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন মিলন ও উপজেলা তাতী লীগের সভাপতি আবু নোমান প্রমুখ।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …