শুক্রবার , এপ্রিল ১১ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / নন্দীগ্রামে স্কুলছাত্রীর আত্মহত্যা 

নন্দীগ্রামে স্কুলছাত্রীর আত্মহত্যা 

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম (বগুড়া) : বগুড়ার নন্দীগ্রামে ছোট ভাইয়ের সাথে ঝগড়া করে বড় বোন আয়েশা খাতুন (১২) নামে এক স্কুলছাত্রী গলায় দড়ি পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা গ্রামের রাসেল হোসেনের মেয়ে। হতদরিদ্র রাসেল হোসেন একটি স’ মিলে কাজ করে সংসার চালায়।

তাঁর মেয়ে আয়েশা খাতুন চাকলমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে লেখাপড়া করতো। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৪ মে) সকাল ১০ টার দিকে আয়েশা খাতুন ও ওবায়দুল ইসলামকে বাড়িতে রেখে তাঁদের মা অলেদা খাতুন কাজে বের হয়।

এরপর বড় বোন আয়েশা খাতুনের সাথে ছোট ভাই ওবায়দুল ইসলামের ঝগড়া হয়। সেই ঝগড়ার কারণে অভিমান করে আয়েশা খাতুন শয়ন ঘরের সেলিং ফ্যানের সাথে গলায় দড়ি পেঁয়েছি ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। 

এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, আত্মহত্যার ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। আয়েশা খাতুনের মরদেহের ময়না তদন্ত শেষে তাঁর পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

আরও দেখুন

৫২ বছর বয়সে এসএসসি পরীক্ষা দিচ্ছেন দুলু

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, বাগাতিপাড়ায় ৫২ বছর বয়সে এবারের চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ইউপি সদস্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *