সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / নন্দীগ্রামে স্কুলছাত্রী অপহরণ মামলায় সাংবাদিক নামধারী যুবক গ্রেপ্তার

নন্দীগ্রামে স্কুলছাত্রী অপহরণ মামলায় সাংবাদিক নামধারী যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে স্কুলছাত্রী অপহরণ মামলায় সাংবাদিক নামধারী আব্দুল আহাদ (১৯) নামে এক যুবক গ্রেপ্তার হয়েছে। সেই সাথে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। নন্দীগ্রাম পৌর এলাকার নামুইট গ্রামের রায়হান আলীর ছেলে আব্দুল আহাদ গত ২৮ নভেম্বর সকাল আনুমানিক ৯ টায় নন্দীগ্রাম পৌর এলাকার ঢাকইর গ্রামের নবমশ্রেণীতে পড়ুয়া স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে ওই স্কুলছাত্রীর অভিভাবকরা বিভিন্ন স্থানে তার সন্ধান করতে থাকে।

পরে গত ৩০ নভেম্বর দিবাগত রাতে নন্দীগ্রাম থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রশিদ সরকারের নির্দেশনায় এসআই রুবেল মিয়া ও এএসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে আব্দুল আহাদকে গ্রেপ্তারসহ অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে।

এ ঘটনায় স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে নন্দীগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ মামলা দায়ের করেছে। ১ ডিসেম্বর দুপুরে পুলিশ আব্দুল আহাদকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করে। থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রশিদ সরকার বিষয়টি নিশ্চিত করেন। থানার এসআই রুবেল মিয়া মামলাটি তদন্ত করছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …