সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে স্কুলছাত্রীকে যৌন নিপীড়ন করায় যুবক গ্রেপ্তার

নন্দীগ্রামে স্কুলছাত্রীকে যৌন নিপীড়ন করায় যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে স্কুলছাত্রীকে যৌন নিপীড়ন করায় যুবক প্রেপ্তার হয়েছে। জানা গেছে, গত ৬ জুন নন্দীগ্রাম পৌর এলাকার ফোকপাল গ্রামের হাবিবুর রহমানের ছেলে আল-আমিন (২০) নন্দীগ্রাম পশ্চিমপাড়ার হাবিবুর রহমানের দশম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে যৌন নিপীড়নের ঘটনা ঘটায়। ঘটনাটি মেয়ের অভিভাবকরা জানতে পেরে আল-আমিনকে আটক করে রাখে।

এ খবর পেয়ে নন্দীগ্রাম থানার এসআই আব্দুর রহিম ও জিন্নুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে আল-আমিনকে সন্ধ্যায় গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এরপর রাতে মেয়েটির বাবা হাবিবুর রহমান বাদি হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় একটি মামলা দায়ের করে। এরপর পুলিশ ৭ জুন আল-আমিনকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।

এ বিষয়ে থানার এসআই জিন্নুর রহমান বলেছে, আল-আমিনের বিরুদ্ধে নারী ও শিশু দমন আইনের ১০ ধারায় মামলা দায়ের হয়েছে। তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …