রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে সামাজিক সম্প্রীতি সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত 

নন্দীগ্রামে সামাজিক সম্প্রীতি সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক,নন্দীগ্রাম:

বগুড়ার নন্দীগ্রামে সামাজিক সম্প্রীতি সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা প্রকৌশলী শা-রিদ শাহনেওয়াজ, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল হক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শেখ মাহফুজুর রহমান, ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুল বারী, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, নন্দীগ্রাম উপজেলা মডেল মসজিদের ইমাম মাও. সাইদুর রহমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সভাপতি তীর্থ সলিল রুদ্র ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র সরকার প্রমুখ। সামাজিক সম্প্রীতি সংক্রান্ত আলোচনা সভায় বক্তাগণ গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখেন।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …