নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রামঃ
বগুড়ার নন্দীগ্রামে সামাজিক দূরত্ব বজায় রেখে কলেজ মাঠে সাপ্তাহিক হাট বসে। ১৪ এপ্রিল সকালে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে এ সাপ্তাহিক হাটে ব্যাপক লোকের উপস্থিতি লক্ষ্য করা যায়। করোনাভাইরাস সংক্রমণ রোধে উপজেলা প্রশাসন, পুলিশ ও নন্দীগ্রাম পৌরসভার বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে আসছে। এ কার্যক্রমের আওতায় করোনাভাইরাস সংক্রমণ রোধে সামজিক দূরত্ব বজায় রেখে জনসাধারনের কাঁচাবাজার ও মাছ-মাংস ক্রয়ের জন্য কলেজ মাঠে সাপ্তাহিক হাট বসানোর সিদ্ধান্ত নেয়। তবে কলেজ মাঠে শুধু সবজির বাজার বসানো হয়। এছাড়া মাছ-মাংসের বাজার বসে নন্দীগ্রাম হাটের নির্ধারিত স্থানে। সবজির বাজারে সামাজিক দূরত্ব কিছুটা বজায় থাকলেও মাছের বাজারে তা থাকছে না।
নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল বলেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে সামজিক দূরত্ব¡ বজায় রেখে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে সাপ্তাহিক হাট বসানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা চেষ্টা করছি সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রয়-বিক্রয় করতে।
আরও দেখুন
টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে হামলা ও হত্যার প্রতিবাদে নন্দীগ্রামে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,, টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থী সন্ত্রাসীদের হামলা ও হত্যার প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রামে …