নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেনের যাকাতের টাকা বিতরণ

নন্দীগ্রামে সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেনের যাকাতের টাকা বিতরণ

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম (বগুড়া):

বগুড়ার নন্দীগ্রামে গরীব-দুস্থদের মাঝে বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন গরীব-দুস্থদের মাঝে যাকাতের টাকা বিতরণ করেছেন। 

রবিবার (৩০ মার্চ) সকালে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের বুড়ইল গ্রামের নিজ বাড়ি হতে তিনি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে পাঁচ শতাধিক গরীব-দুস্থদের মাঝে যাকাতের টাকা বিতরণ করেন। 

সেসময় উপস্থিত ছিলেন তার চাচা নাসির উদ্দিন মাস্টার, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, উপজেলা বিএনপি নেতা আব্দুর রহিম, বুড়ইল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, উপজেলা মহিলা দলের সভাপতি রেশমা আরা সাথী, নিরাপদ সড়ক চাই নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি জামাল হোসেন, উপজেলা ছাত্র দলের সভাপতি জুয়েল রানা ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক প্রমুখ।

আরও দেখুন

নাটোরে ঈদের ছুটিতেও পরিবার পরিকল্পনার স্বাস্থ্য কেন্দ্রে সেবা

মিলেছে নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ঈদের ছুটিতেও নাটোরে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন মা ও শিশু কল্যাণ সেবাকেন্দ্রগুলোতে …