সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ জন গ্রেপ্তার

নন্দীগ্রামে সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে ওয়ারেন্টমূলে সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ জন গ্রেপ্তার হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে থানা পুলিশ সিআর মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের ভবানীপুর গ্রামের আকবর আলীর ছেলে নুরুল ইসলাম (৫৫) কে ওয়ারেন্টমূলে গ্রেপ্তার করেন।

একইরাতে থানা পুলিশ উপজেলার বুড়ইল ইউনিয়নের বড়ইচড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ইয়াকুব আলী (৪৫), সাইফুল ইসলাম (৪৮), ইনছান আলী (৫০) ও সাইফুল ইসলামের ছেলে নাজমুল হক (২৫) কে জিআর মামলার ওয়ারেন্টমূলে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে। থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …