শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় 

নন্দীগ্রামে সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় 

নিজস্ব প্রতিবেদক,নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। 

সেসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম, নন্দীগ্রাম প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফজলুর রহমান, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, সহসভাপতি একাব্বর হোসেন পুটু, সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেনজির, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিল্লুর রহমান রয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাব্বির হোসেন খানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। 

একইদিনে নবাগত উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবির বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা করেছেন।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …