সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নন্দীগ্রামে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

নন্দীগ্রামে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম। উপজেলার ওমরপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে হাসান আলী ঐ তিহ্যবাহী ওমরপুরহাটের সরকারি জায়গা জবরদখল করে পাকা দোকান ঘর নির্মাণ কাজ শুরু করে। বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম জানতে পেরে ১২ই নভেম্বর দুপুরে সেখানে গিয়ে অবৈধ স্থাপনা নির্মাণ উচ্ছেদ করে দেন। এ তথ্য নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম।

তিনি বলেন, সরকারি জায়গায় অবৈধ কোনো প্রকার স্থাপনা নির্মাণ করতে দেয়া হবে না। কেউ অবৈধ স্থাপনা নির্মাণ করলে তা উচ্ছেদ করে দেয়া হবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …