রবিবার , অক্টোবর ৬ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নন্দীগ্রামে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

নন্দীগ্রামে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম। উপজেলার ওমরপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে হাসান আলী ঐ তিহ্যবাহী ওমরপুরহাটের সরকারি জায়গা জবরদখল করে পাকা দোকান ঘর নির্মাণ কাজ শুরু করে। বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম জানতে পেরে ১২ই নভেম্বর দুপুরে সেখানে গিয়ে অবৈধ স্থাপনা নির্মাণ উচ্ছেদ করে দেন। এ তথ্য নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম।

তিনি বলেন, সরকারি জায়গায় অবৈধ কোনো প্রকার স্থাপনা নির্মাণ করতে দেয়া হবে না। কেউ অবৈধ স্থাপনা নির্মাণ করলে তা উচ্ছেদ করে দেয়া হবে।

আরও দেখুন

হাকিমপুরে ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি, যুগ্ন্ধসঢ়;

সাধারণ সম্পাদকসহ ৩ জন গ্রেফতার   নিজস্ব প্রতিবেদক: দিনাজপরের হিলি হাকিমপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার …