শুক্রবার , এপ্রিল ১১ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে সড়কে গাছ ফেলে ব্যারিকেড দিয়ে ডাকাতি

নন্দীগ্রামে সড়কে গাছ ফেলে ব্যারিকেড দিয়ে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে কাথম-কালিগঞ্জ সড়কের ভাগবজর এলাকায় সড়কে গাছ ফেলে ব্যারিকেড দিয়ে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহন থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে এঘটনা ঘটে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত ১১টার দিকে ভাগবজর এলাকায় সড়কের পাশের গাছ কেটে সড়ক ব্যারিকেড দিয়ে ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে এবং মারপিট করে নগদ টাকা, মোবাইল ফোন ও অন্যান্য মালামাল ডাকাতি করে নিয়েছে। পরে ভাগবজর বাজারের লোকজন ডাকাতির বিষয়টি জানতে পেরে সেখানে গিয়ে ডাকাত দলকে ধাওয়া করে। তখন ডাকাত দল পালিয়ে যায়। এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে।

এবিষয়ে জানতে চাইলে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। পরে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। কাউকে আটক করা যায়নি।

আরও দেখুন

৫২ বছর বয়সে এসএসসি পরীক্ষা দিচ্ছেন দুলু

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, বাগাতিপাড়ায় ৫২ বছর বয়সে এবারের চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ইউপি সদস্য …