বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে সংসদ সদস্য মোশারফ হোসেনের খাদ্যসামগ্রী বিতরণ

নন্দীগ্রামে সংসদ সদস্য মোশারফ হোসেনের খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম: বগুড়ার নন্দীগ্রামে সংসদ সদস্য মোশারফ হোসেনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ৬ই এপ্রিল বেলা ১১ টায় নন্দীগ্রাম উপজেলার বুড়ইল উচ্চ বিদ্যালয় মাঠে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন ব্যক্তিগত উদ্যোগে কর্মহীন ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। করোনাভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা শাহ মো. আল হেলাল, আলাউদ্দিন সরকার, বেলায়েত হোসেন আদর, মোফাজ্জল হোসেন, আব্দুর রহিম, জামাল হোসেন, উপজেলা যুবদলের সভাপতি মো. আলেকজান্ডার, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রউফ রুবেল ও ছাত্রদল নেতা তারেক রহমান প্রমুখ। সংসদ সদস্য মোশারফ হোসেন তার ব্যক্তিগত উদ্যোগে উপজেলার ১ হাজার ৫শ’ কর্মহীন ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে। এ খাদ্যসামগ্রী বিতরণের পূর্বে সংসদ সদস্য মোশারফ হোসেন বলেন, করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে সবাইকে সচেতন হতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে সবাইকে ঘরে থাকার আহবান জানান। তিনি আরো বলেন, আমি কাহালু-নন্দীগ্রাম উপজেলাবাসীর আপদে-বিপদে পাশে আছি এবং থাকবো।

আরও দেখুন

নাটোরে যথাযোগ্য মর্যাদায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উৎসব পালিত

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,নাটোরে যথাযথ আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচাইতে বড় ধর্মীয় উৎসব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *