বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে সংসদ সদস্যের পক্ষ থেকে মাস্ক ও সাবান বিতরণ

নন্দীগ্রামে সংসদ সদস্যের পক্ষ থেকে মাস্ক ও সাবান বিতরণ

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রামঃ
বগুড়ার নন্দীগ্রামে সংসদ সদস্য মোশারফ হোসেনের পক্ষ থেকে মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে। ২৯ শে মার্চ বেলা ১১ টায় বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেনের পক্ষ থেকে দলীয় নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের নিকট মাস্ক, সাবান, হ্যান্ডওয়াশ, ক্লিনজেল ও পিপিই বাবদ নগদ ৫০ হাজার টাকা হস্তান্তর করে। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ ও সহকারী কমিশনার (ভূমি) নূরুল ইসলাম উপস্থিত ছিলেন। এরপর নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান ও নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ শওকত কবিরের নিকট মাস্ক, সাবান, হ্যান্ডওয়াশ ও ক্লিনজেল হস্তান্তর করা হয়। এছাড়াও নন্দীগ্রাম পৌরসভা ও ৫ টি ইউনিয়নে মাস্ক, সাবান, হ্যান্ডওয়াশ, ক্লিনজেল বিতরণের জন্য দলীয় নেতৃবৃন্দর নিকট হস্তান্তর করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম, বিএনপি নেতা সুশান্ত কুমার সরকার শান্ত, শাহ মো. আল হেলাল, আলাউদ্দিন সরকার, লুৎফর রহমান, বেলায়েত হোসেন আদর, আব্দুল হাকিম, গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের সভাপতি মো. আলেকজান্ডার, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রউফ রুবেল, ছাত্রদল নেতা তারেক রহমান ও সিয়ামুল বারী রাব্বী প্রমুখ।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …