নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে শয়নঘরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

নন্দীগ্রামে শয়নঘরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে শয়নঘরে সাপের কামড়ে আছিয়া বেগম (৩৩) নামে এক গৃহবধূর মৃত্যু ঘটেছে। সে নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের বড় চাঙ্গুইর গ্রামের আব্দুর রহমান ধলুর স্ত্রী।

জানা গেছে, শুক্রবার (১৩ আগস্ট) দিবাগত রাতে গৃহবধূ আছিয়া বেগম রাতের খাবার খেয়ে শয়নঘরে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে শয়নঘরে একটি বিষধর সাপ এসে তাকে কামড় দেয়। এতে তার শরীর বিষাক্ত হয়ে উঠে। পরে তাকে চিকিৎসার জন্য দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে। ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন এতথ্য নিশ্চিত করেন।

আরও দেখুন

নন্দীগ্রামে খরিপ-২ মৌসুমে বিনামূল্যে বীজ ও সার পেলো ১৬৮০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক

নিজস্ব প্রতিবেদক:নন্দীগ্রাম (বগুড়া) ২০২৩-২০২৪ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে আমন ধানের বীজ …